আগরতলা, ১২ ফেব্রুয়ারী : সাত সকালে রাস্তার পাশে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় করবুক ব্লকে অধীনে নিউ গোমতী ভিলেজের গৌয়িনং পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের স্ত্রীর অভিযোগ, স্বামীকে খুন করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে করবুক ব্লকে অধীনে নিউ গোমতী ভিলেজের গৌয়িনং পাড়া ব্রু শরণার্থী ক্যাম্পের পাশে স্হানীয়রা এক যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান। সাথে সাথে স্থানীয়রা নতুনবাজার থানায় খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশী তদন্তে জানা গিয়েছে ওই পাড়ার বাসিন্দা মনকিমা রিয়াংয়ের (২৯) মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে, মৃতের স্ত্রী জানিয়েছেন, তার স্বামীকে খুন করা হয়েছে। কারণ, গতকাল কাজ সেরে বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন ৩ জনকে পুলিশ আটক করে নতুন বাজার থানার নিয়ে গেছে।