নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১১ ফেব্রুয়ারি:
আবারও কৈলাসহর মহিলা থানাধীন এলাকায় নাবালিকা ধর্ষন কান্ড ঘটেছে। ধর্ষনকারীকে মহিলা থানার পুলিশ গভীর রাতে গ্রেফতার করে। মংগলবার দুপুরে পুলিশ কৈলাসহর আদালতে ধর্ষনকারীকে প্রেরণ করেছে।
এব্যাপারে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, কৈলাসহরের ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কনাশীপ আলীর ২৬ বছরের ছেলে মুজিব আলী গতকাল ১০ ফেব্রুয়ারী সোমবার বিকেলে কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার চৌদ্দ বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে গাড়িতে তোলে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে মুজিব আলী নাবালিকাকে ধর্ষন করে।
সোমবার সন্ধ্যায় নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করে। পরবর্তী সময়ে সোমবার গভীর রাতে কৈলাসহরের মহিলা থানাধীন এক এলাকা থেকে মহিলা থানার পুলিশ মুজিব আলী এবং নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর পুলিশ নাবালিকার মায়ের হাতে নাবালিকাকে তোলে দেয়। পরবর্তী সময়ে নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় মুজিব আলীর বিরুদ্ধে ধর্ষনের মামলা করে এবং পুলিশ মুজিব আলীকে রাতেই গ্রেফতার করে।
নাবালিকা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, মুজিব আলী তাকে ধর্ষন করেছে। পুলিশ মামলাটি রেজিষ্ট্রি করে। মামলার নম্বর হলো কেএলএস /ডাব্লিউপিএস /০৩/২০২৫. পুলিশ মামলায় যে ধারাগুলো প্রয়োগ করেছে সেগুলো হলো ৯৬/৬২(২) (এম)/৬৫(১)/৭৬/অফ বিএনএস,২০২৩& ০৬ অফ পক্সো অ্যাক্ট ২০১২. মুজিব আলী নাবালিকাকে ধর্ষন করেছে বলে মুজিব পুলিশের কাছে স্বীকার করেছে বলেও জানান ওসি রিপিতা ভট্টাচার্য।
পুলিশ ধর্ষনকারী মুজিব আলীকে মংগলবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে বলেও জানান ওসি রিপিতা ভট্টাচার্। উল্লেখ্য, চলতি মাসের সাত ফেব্রুয়ারি কৈলাসহর মহিলা থানাধীন ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার অপর এক যুবক সুবেল আলী আরেক নাবালিকাকে অপহরণ করে ধর্ষন করার দায়ে পুলিশ সুবেল আলীকে গ্রেফতার করেছিলো। বর্তমানে ধর্ষনকারী সুবেল আলী কৈলাসহর জেলে রয়েছে। তিন দিন পর ফের আরেকবার নাবালিকা ধর্ষন হওয়ায় গোটা কৈলাসহরের অভিভাবক মহলে তীব্র আতংক বিরাজ করছে।
______