চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের মামলায় গ্রেফতার ৬

আগরতলা, ১১ ফেব্রুয়ারী: চোর সন্দেহে বাবুল মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিলোনিয়া থানায় খুনের মামলা দায়ের করা হয়েছিল। পুলিশী তদন্তে হত্যা কান্ডের সাথে জড়িত ছয় যুবকের নাম উঠে আসে। আজ অভিযুক্ত ছয়জনকে পুলিশ বিলোনিয়া আদালতে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, বাবুল মিয়া নবোদয় বিদ্যালয়ের সামনে পাচিল টপকে ভিতরে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। এরপর গনপিটুনিতে দিয়ে বেঁধে রাখে অভিযুক্ত বাবুল মিয়াকে। বিদ্যালয়ের হাত সাফাই করতে গিয়ে নিজেই সাফাই হয়ে গেল। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। সেখান থেকে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বিলোনিয়া হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা দিয়েছেন। এদিকে, খবর পেয়ে ছুটে গিয়েছেন বাবুল মিয়ার পরিবারের লোকজন এবং কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে, বিলোনিয়ায় বাবুল মিয়া হত্যা মামলায় অভিযুক্ত ছয়জনকে পুলিশ বিলোনিয়া আদালতে সোপর্দ করে। অভিযুক্তরা হল- মোহম্মদ মোস্তাফা (২০), আবুল হোসেন,(৪০) উৎপল দে(২৪), আকাশ দাস (২৩), সঞ্জয় তেওয়ারি (৪৫), শিব শংকর সরকার (২৩)। ছয়জনের মধ্যে তিন জনের বাড়ি আসামে। অপর তিন জনের বাড়ি বিলোনিয়া মহকুমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *