দক্ষতার ওপর মনোনিবেশ করার পাশাপাশি চাপ কমাতে হবে, পরামর্শ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): অভিভাবকদের উদ্দেশ্যে এক বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দক্ষতার ওপর মনোনিবেশ করতে হবে, একইসঙ্গে শিক্ষার্থীদের চাপ কমাতে হবে। পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির সুন্দর নার্সারিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সামাজিক চাপের কারণে, পিতামাতার তাঁদের সন্তানদের কাছ থেকে প্রত্যাশা থাকে। আমি সমস্ত অভিভাবকদের কাছে তাঁদের সন্তানকে সবার সামনে মডেল হিসাবে উপস্থাপন না করার জন্য অনুরোধ করছি। তাঁদের উচিত নিজেদের সন্তানের অনন্যতাকে গ্রহণ করা, আমাদের দক্ষতার উপর মনোনিবেশ করা উচিত…, প্রাণায়াম শ্বাস-প্রশ্বাস উদ্বেগ কমাতে সাহায্য করে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “একজন শিক্ষার্থীকে চিন্তা করা উচিত, কিভাবে তাঁরা নিজেদের সময়কে সবচেয়ে বেশি কাজে লাগাতে পারে। একজন শিক্ষার্থীর উচিত বর্তমানের দিকে মনোনিবেশ করা, আপনাদের উচিত কোনও দ্বিধা ছাড়াই কারও সঙ্গে আপনাদের চিন্তা ভাগ করে নেওয়া, অন্যথায় আপনার মন ‍ভেঙে যাবে… আমাদের পরিবার নিজেই একটি বিশ্ববিদ্যালয়।”প্রধানমন্ত্রী আরও বলেছেন, “শিক্ষার্থীরা রোবট নয়। আমরা আমাদের সামগ্রিক বিকাশের জন্য অধ্যয়ন করি। বইয়ের মধ্যে আটকে থাকলে শিক্ষার্থীরা বড় হতে পারে না, তাঁদের পছন্দের কাজগুলো করতে হবে, তবেই তাঁরা পরীক্ষায় ভালো করতে পারবে। এমন মানসিকতা নিয়ে বাঁচতে হবে না যে পরীক্ষাই সব। একজনকে যতটা সম্ভব জ্ঞান অর্জন করা উচিত, কিন্তু মনে করা উচিত নয় যে পরীক্ষাই সবকিছু। লেখার অভ্যাস গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *