সবকিছু নিয়মানুযায়ী চলছে, প্রয়াগরাজে ব্যবস্থাপনা দেখে বললেন বৈষ্ণব

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ১২ ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমায় তৃতীয় অমৃত স্নানের আগে সোমবার প্রয়াগরাজ রেল স্টেশনের ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবার দিল্লি থেকে প্রয়াগরাজ রেল স্টেশনের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ব্যবস্থাপনা দেখে তিনি খুশি ব্যক্ত করেছেন।

রেলমন্ত্রী বৈষ্ণব বলেছেন, “প্রয়াগরাজ মহাকুম্ভের জন্য ৮টি রেল স্টেশনে সমস্ত ব্যবস্থার যত্ন নিয়েছে রেল। রাজ্য প্রশাসনের পাশাপাশি সব কিছু অত্যন্ত সমন্বিতভাবে করা হচ্ছে। গতকাল ৩৩০টি ট্রেন প্রয়াগরাজ জংশন ছেড়েছে এবং আজও ট্রেনগুলি সুশৃঙ্খলভাবে চলছে। কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে আমরা তাদের কথা শুনতে চাই না। সবকিছু নিয়মানুযায়ী চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *