নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণ একেবারে নতুন আঙ্গিকে হাজির হল। মনোবল বাড়াতে পরীক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষার্থীদের বাজরা ও সবজির গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী মোদী। পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণে সোমবার প্রধানমন্ত্রী মোদী দিল্লির সুন্দর নার্সারিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বাজরা ও শাকসবজির গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের বোঝান প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, “অসুস্থ না থাকার মানে এই নয় যে আমরা সুস্থ। ঘুমও পুষ্টির ওপর নির্ভরশীল। চিকিৎসা বিজ্ঞানও ঘুমের ওপর জোর দেয়, প্রত্যেকেরই সকালের রোদে সময় কাটানো উচিত।” শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমাদের সমাজ এমন যে, কম গ্রেড বাড়িতে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করে। আপনাদের চাপ আছে, তবে আপনাকে এটি নিয়ে চিন্তা না করে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনাকে নিজেকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”