প্রয়াগরাজ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা পরিদর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার মহাকুম্ভ মেলার ২৯-তম দিনে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। সোমবার সকালেই প্রয়াগরাজে এসে পৌঁছন রাষ্ট্রপতি মুর্মু। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সেখান থেকে মহাকুম্ভে পৌঁছন রাষ্ট্রপতি। ত্রিবেণী সঙ্গমে পরিযায়ী পাখিদের খাবারও খাওয়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সঙ্গে ছিলেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরই গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থল, ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু।