নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ ফেব্রুয়ারি:
বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে রবিবার বিশালগড় নদীলাক এলাকায়। আহতের নাম শামসু মিয়া। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা।
আহত বাইক চালক জানিয়েছেন টি আর ০১ – এন – ৫৫৯১ নম্বরের বাইক নিয়ে বাড়ি যাওয়ার পথে দ্রুতগামী একটি বোলেরো গাড়ি এসে ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে পড়েন তিনি। ঘাতক বাইকটি পালিয়ে গেছে বলে জানা যায়।