তেগুসিগাল্পা, ৯ ফেব্রুয়ারি (হি.স.): জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর হণ্ডুরাসের ক্যারিবিয়ান সাগর অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৬। এই জোরালো ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের সমুদ্র সৈকত থেকে বাসিন্দাদের সরে যেতেও নির্দেশ দেওয়া হয়। কিউবাতে ৩ মিটার ও হণ্ডুরাস থেকে কেম্যান দ্বীপপুঞ্জের মাঝে সমুদ্রে ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়েরও পূর্বাভাস জারি করা হয়।
কিন্তু পরবর্তীতে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। আপাতত সুনামি সতর্কতা নেই ওই এলাকায়। ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, কেম্যান দ্বীপপুঞ্জের জর্জটাউন থেকে ১২৯ মাইল দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ২৩ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।