রায়পুর, ৯ ফেব্রুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় নকশাল-বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। রবিবার বিজাপুর জেলায় এনকাউন্টারে খতম হয়েছে ১২ জন মাওবাদী। তবে, এনকাউন্টার চলাকালীন মাওবাদীদের পাল্টা হামলায় শহীদ হয়েছেন দু’জন জওয়ান।
বস্তার পুলিশ জানিয়েছে, “বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক এলাকার অন্তর্গত জঙ্গলে নকশালদের সঙ্গে এনকাউন্টারে দুই জওয়ান প্রাণ হারিয়েছেন, এছাড়াও আরও দু’জন জওয়ান আহত হয়েছেন। এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১২ জন মাওবাদীর। ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।