আগরতলা, ৮ ফেব্রুয়ারি : আমেরিকা থেকে ট্রাম্পের দ্বারা অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের অমানবিকভাবে দেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে ভারত সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে আমরা বাঙালী দল।
উল্লেখ্য, আজ শিবনগরস্থিত আমরা বাঙালী রাজ্য কার্যালয়ের সামনে আমেরিকা থেকে অমানবিক ভাবে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রসঙ্গত, গত ২০ শে জানুয়ারী শপথ গ্ৰহণের মাধ্যমে দ্বিতীয় বারের মতো ক্ষমতা দখলের পরেই ডনাল্ড ট্রাম্প ভারত সহ বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের আমেরিকা থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজে হাত দিয়েছেন। ভারতবাসী মাত্রেই অবগত আছেন যে ভারতের সঙ্গে আমেরিকার ব্যবসা বাণিজ্য সহ ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। শোনা যায় আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের প্রগাঢ় বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এমতাবস্থায় অবৈধভাবে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করে ভারতীয় নাগরিকদের হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে জোর করে ভারতে পাঠানো হয়েছে, যা সম্পূর্ণ মানবতাবিরোধী এবং এই সম্পর্কে ভারত সরকারের নীরবতা ও দেশের প্রধানমন্ত্রীর নীরবতায় দেশবাসী লজ্জিত বোধ করছেন বলে দাবি আমরা বাঙালীর।
আজ আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি আমেরিকার মানবতা বিরোধী আচরণের ও ভারত বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচিতে আমরা বাঙালী দলের পক্ষ থেকে ভারত সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে অবিলম্বে ট্রাম্পের এই ধরনের আচরণের তীব্র বিরোধিতা করা হোক।
আমরা বাঙালী দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে ভারত সরকার এই ব্যাপারে আমেরিকার সাথে আলোচনা করে অবৈধ ভারতীয় নাগরিকদের সসম্মানে আনার ব্যবস্থা করুক। হয়তো কিছু ভারতীয় বাঁচার তাগিদে বা দালালদের খপ্পরে পড়ে গিয়েছে।
দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, তাদের এই অমানবিক ভাবে ফেরত পাঠানোর প্রচেষ্টাকে রুখে দিয়ে নিজ দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক। কারণ বিশ্বায়নের যুগে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে কর্মসংস্থানের জন্য। এটা কেউ অস্বীকার করতে পারবে না। দরকার হলে আন্তর্জাতিক আইন মেনে ফেরত পাঠানোর প্রচেষ্টা করা হোক। আমেরিকার ফেরত পাঠানোর ঢং কে এভাবে নীরবে মেনে নেওয়া যায় না। তাই ভারত সরকারের এই ব্যাপারে দ্রুত হস্তক্ষেপ কামনা করছে আমরা বাঙালী দল।