আগরতলা, ৮ ফেব্রুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনে আপ-এর পরাজয় নিশ্চিত ছিল। কারণ, আপ সরকার দূর্নীতিতে নিম্মজ্জিত। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির পূর্বতন আপ সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি বলেন, দীর্ঘ বছর পর দিল্লিবাসী বিজেপি সরকারকে ক্ষমতায় বসিয়েছেন। কারণ, আপ সরকার দূর্নীতিতে নিম্মজ্জিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবারের বিজেপি সরকার ফলাফল ভালো ফলাফল করেছে। তাঁর কথায়, বিভিন্ন এক্সিটপোল দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় সম্পর্কে নিশ্চিত করেছিল।