২৩ দফা দাবিতে গণ অবস্থানে গভর্মেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: টিটিএএডিসি’র কর্মচারীদের পেনশন প্রক্রিয়া সরলীকরণ করা সহ ২৩ দফা দাবিতে আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে সামনে গণঅবস্থান সংগঠিত করে গভর্মেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। তাঁদের দাবি, অতিসত্বর পূরণ করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক বাদল বৈদ্য বলেন, গত কয়েক বছর ধরে প্রায় একই দাবি জানিয়ে আসার সত্বেও সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নও। এমনকি, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্য সচিব ও অর্থ সচিবদের চিঠি দিয়েছি কিন্তু কোন সাড়া পাইনি। এই অসহনীয় দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবার জন্য সরকারেী নিকট ২৩ দফা দাবি জানানো হয়েছে।

তাঁদের দাবিগুলো হল, ত্রিপুরা ভবনগুলিতে আসন পাবার ক্ষেত্রে পেনশনারদের অগ্রাধিকার দেওয়া, বাস, বিমান ও সরকারী পরিবহনে প্রবীণ নাগরিকদের টিকিটের দামে ছাড় দেওয়া এবং ব্যাঙ্ক ও প্রশাসনিক অফিসগুলোতে প্রবীণদের জন্য আলাদা কাউন্টার রাখা,
মৃতদেহ সাময়িকভাবে সংরক্ষনের জন্য আগরতলায় সংরক্ষণাগার স্থাপন করা, লোকাল ট্রেন ও দুরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়াতে হবে এবং পেন্ট্রিকার সহ সমস্ত সুবিধা নিশ্চিত করতে হবে। তাছাড়া, আগরতলায় আলাদা রেল ডিভিশন স্থাপন করে স্থানীয় বেকারদের নিয়োগে বিশেষ সুযোগ দেওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে, রেশন দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে হবে।

তাঁরা আরও দাবি জানিয়েছে, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক’ ব্যবস্থা সুচারুভাবে কার্যকরী করতে হবে। প্রবীণ নাগরিকদের চলাচলের উপযোগী ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। ট্রাফিক সিগন্যাল উন্নত করা, আগরতলা পুর নিগম এলাকায় নালা পরিস্কার এবং ফুটপাত উন্মুক্ত করে শহরগুলোতে নাগরিক জীবন স্বাভাবিক রাখতে হবে।সারা রাজ্যে পরিশ্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত এবং প্রতি শহরেই বাড়ী বাড়ী রান্নার গ্যাস সরবরাহ করা সহ ২৩ দফা দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *