সংসদের চত্বরে প্রতিবাদে বিরোধীরা, কেন্দ্রের বিরুদ্ধে মুখর রাহুল-খাড়গে

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): আমেরিকা থেকে ভারতীয় নাগরিকদের বিতাড়িত করা ইস্যুতে ক্ষোভে ফেটে পড়লেন বিরোধীরা। বৃহস্পতিবার সংসদের অভ্যন্তরে ও সংসদের বাইরে বিক্ষোভ দেখান বিভিন্ন বিরোধী দলের সাংসদরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রমুখ সংসদ চত্বরে এই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ দেখানোর সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, সপা সাংসদ ধর্মেন্দ্র যাদব, কংগ্রেস সাংসদ গুরজিত সিং আউজলা এবং আরও কয়েকজন নেতাকে প্রতীকী প্রতিবাদ স্বরূপ হাতকড়া পরতে দেখা যায়।

আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের নির্বাসন প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা বলেছেন, “অনেক কিছু বলা হয়েছিল যে, রাষ্ট্রপতি ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদী খুব ভাল বন্ধু। কেন প্রধানমন্ত্রী মোদী এমনটা হতে দিলেন? আমরা কি তাদের ফিরিয়ে আনতে আমাদের নিজস্ব বিমান পাঠাতে পারতাম না? মানুষের সঙ্গে কি এমন আচরণ করা উচিত?” বিদেশমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উত্তর দেওয়া উচিত।”

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “যারা ভারতকে বিশ্বগুরু বানানোর স্বপ্ন দেখাচ্ছিল, তাঁরা এখন নীরব কেন? ভারতীয় নাগরিকদের ক্রীতদাসের মতো হাতকড়া পরিয়ে এবং অমানবিক অবস্থায় ভারতে নির্বাসিত করা হয়। বিদেশ মন্ত্রক কী করছে? সরকার শিশুদের এবং মহিলাদের রক্ষা করার জন্য কী করেছে? আমরা এই বিষয়ে সংসদে আলোচনা চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *