নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): নতুন জাতীয় শিক্ষানীতির তীব্র সমালোচনা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়গুলি শিল্পপতিদের হাতে দেওয়ার ষড়যন্ত্র হল নতুন শিক্ষানীতি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খসড়া নিয়মের বিরুদ্ধে ডিএমকে ছাত্র সংগঠন বৃহস্পতিবার যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন অখিলেশ যাদবও।
সপা প্রধান অখিলেশ যাদব এদিন বলেছেন, “কেন্দ্রীয় সরকার যে নতুন শিক্ষানীতি নিয়ে আসছে তার বিরুদ্ধে এই প্রতিবাদকে সমর্থন করে সমাজবাদী পার্টি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একবার বলেছিলেন, “আপনি যদি শিল্পপতিদের সমর্থন করতে থাকেন, তবে একদিন আসবে যখন আপনি শিল্পপতিদের সেবক হয়ে যাবেন।” অখিলেশ যাদব আরও বলেছেন, “এই নতুন শিক্ষানীতি বিশ্ববিদ্যালয়গুলি শিল্পপতিদের হাতে দেওয়ার ষড়যন্ত্র। তাঁরা রাজ্য সরকারের সমস্ত ক্ষমতা দখল করতে চায়। তাঁরা রাজনীতি ও রাজনীতিবিদদের শিল্পপতিদের সেবক বানাতে চায়। আমরা কখনই নতুন শিক্ষানীতি সমর্থন করব না।”