আগরতলা, ২৪ জানুয়ারি: কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তাকে সম্পূর্ণ উপেক্ষা করে রাত্রিকালীন কাজ করার জন্য রাজ্য সরকারের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে সিআইটিইউ।আজ শহরের বিক্ষোভ মিছিল করে শ্রম দপ্তরের ডেপুটেশনে মিলিত হয়েছেন সংগঠনের নেতৃত্বরা।
এদিন প্রাক্তন শ্রম মন্ত্রী মানিক দে বলেন,
গোটা দেশে একটা অরাজক অবস্থা কায়েম হয়েছে। আইটি সেক্টরের মালিকরা সরকারেী নিকট দাবি করেছেন কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের রাত্রিকালীন কাজের সুযোগ দিতে হবে। কিন্তু নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদানে সেক্টরের মালিকরা দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। ত্রিপুরা সরকার ও কেন্দ্র সরকারের আইনের সাথে তাল মিলিয়ে বিধানসভায় একটি বিল পাস করেছে। সাধারণত এই বিল পাস করার আগে শ্রমিকদের সাথে কথা বলার দরকার ছিল সরকারের। এরই প্রতিবাদে শ্রমিক স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমেছে সিআইটিইউ। তাঁদের দাবি, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তাকে সম্পূর্ণ উপেক্ষা করে রাত্রিকালীন কাজ করার নিয়ম বাতিল করতে হবে।