২৯ জানুয়ারী সিপিআইএমের প্রকাশ্য রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে : বিরোধী দলনেতা

আগরতলা, ২৩ জানুয়ারি: আগামী ২৯ জানুয়ারী থেকে তিনদিনব্যাপী উমাকান্ত একাডেমির সম্মুখে সিপিআইএমের প্রকাশ্য রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ওই রাজ্য সম্মেলনে বিপুল জনসমাগম হবে বলে আশাবাদী দলের নেতৃত্বরা। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, এই সম্মেলনে বিগত তিন বছরের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করা হবে এবং সিপিআইএম দল এই পরিস্থিতির মোকাবেলা কতটা করতে পেরেছে এবং বিভিন্ন এলাকার জনগণকে এই ক্ষেত্রে কতটা যুক্ত করতে পেরেছে তা নিয়ে আলোচনা করা হবে। আসন্ন সম্মেলনে দলের সাফল্যের পাশাপাশি দুর্বলতা চিহ্নিত করা হবে। ওই রাজ্য সম্মেলন চলবে তিন দিনব্যাপী। সম্মেলনের উপলক্ষে উমাকান্ত স্কুলের সামনে ২৯ জানুয়ারিতে প্রকাশ্য সমাবেশ হবে বলেও জানান জিতেন্দ্র চৌধুরী।

তিনি আরো বলেন, এই রাজ্য সম্মেলনে অঞ্চল কমিটি ও মহকুমা কমিটি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সমর্থকরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি দিল্লি থেকে সিপিআইএম পুলিটব্যুরোর সদস্য বৃন্দ কারাত, অশোক ধাওলে এবং দলের সমন্বয়ক প্রকাশ কারাত এই সম্মেলনে যোগদান করবেন।

তিনি আরো জানিয়েছেন, স্পোর্টস কাউন্সিল থেকে স্বামী বিবেকানন্দ ময়দানে এই সম্মেলনে আয়োজিত করার সম্মতি নেওয়া হয়েছিল। কিন্তু সম্মেলনের জন্য নির্ধারিত তিনটি দিনের মধ্যে একটি দিন মাঠে অন্য একটি অনুষ্ঠান হবে বলে বিবেকানন্দ ময়দান বাতিল করা হয়। পরবর্তীতে দলের পক্ষ থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সম্মুখে এই সম্মেলনে করার চিন্তা করা হয়েছিল। কিন্তু এতে জনগণ যানজটের মত সমস্যায় পড়তে পারেন বলে এই স্থানটিকে পরিবর্তনের চিন্তা করা হয়েছে।

দলের নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে উমাকান্ত স্কুলের সম্মুখে এই সম্মেলন আয়োজিত করার কথা জানালে তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথা ইতিবাচকভাবে চিন্তা করে এই সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *