বাজারিছড়া (অসম), ২৩ জানুয়ারি (হি.স.) : শ্রীভূমি জেলার অন্যতম সামাজিক সংগঠন বাজারিছড়ার কালাছড়া নেতাজি সংঘের উদ্যোগে এবারও বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯-তম জন্মদিবস পালন করা হয়েছে।
নেতাজি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত কার্যক্রমে অংশগ্রহণ করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন যথাক্রমে পূর্ব কালাছড়া যুবশক্তি ক্লাব, বাজারিছড়া অটো অ্যাসোসিয়েশন, বাজারিছড়া ও কালাছড়া বাজার কমিটি, কালাছড়া ভিলেজ অর্গানাইজেশন, পূর্ব কালাছড়া ভিলেজ অর্গানাইজেশন, বাজারিছড়া ভিলেজ অর্গানাইজেশন, ছাগলমোহা ভিলেজ অর্গানাইজেশন, মাকুন্দা ভিলেজ অর্গানাইজেশন, পূর্ব বাজারিছড়া ভিলেজ অর্গানাইজেশন, অখিল ভারত বিদ্যার্থী পরিষদের শিবেরগুল শাখা প্রভৃতি।
এদিন সকাল নয়টায় কালাছড়া হাসপাতাল রোডে অবস্থিত নেতাজি সংঘের স্থায়ী শহিদ বেদীর পাদদেশ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয়। শোভাযাত্রায় প্রায় হাজারো জনতা পা মিলিয়েছিলেন। এতে বিভিন্ন বয়সের পুরুষ-মহিলার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী অংশগ্ৰহণ করে।
নেতাজির প্রতিচ্ছবি সহযোগে সুসজ্জিত ই-রিকশা সহ ব্যান্ড বাজিয়ে এলাকার বিভিন্ন রাজপথ পরিক্রমা করেছে শোভাযাত্রা। শোভাযাত্রা বাজারিছড়ার থেমাস্থিত নেতাজি সংঘের স্থাপিত ঘোড়া-আরোহী নেতাজির পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে এসে সমাপ্ত হয়। সুবিশাল শোভাযাত্রায় ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষচন্দ্রকে স্মরণ করে নানা স্লোগান দিয়ে এলাকার আকাশ-বাতাস মুখরিত করে তুলেন জনগণ। এর সঙ্গে সংগতি রেখে মাইকযোগে নেতাজির ঐতিহাসিক ভাষণ প্রচারিত হয়। সেই সঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে তাঁর বিখ্যাত উক্তি ‘তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।’ সহ ‘হায়রে সুভাষ কোথায় গেলি কোথায় রইলি মায়ের কোলে ফিরে আয়’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পরে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন নেতাজি সংঘের সভাপতি প্রমেশ দাস, সংঘের প্রতিষ্ঠাতা-সভাপতি দেবপ্রিয় নাগ, প্রাক্তন সভাপতিগণ যথাক্রমে অমিতাভ দে, মণীষভূষণ পাল, দেবজ্যোতি নাগ, কনক চক্রবর্তী, অনুপ দে, স্বপন দাস, নেতাজি সংঘের বর্তমান সাধারণ সম্পাদক অমিত দেব, কালাছড়া ও বাজারিছড়া বাজার কমিটির সভাপতি অলক দে, সন্দীপ পাল, সম্রাট দত্ত, যুবশক্তি ক্লাবের সঞ্জিত চক্রবর্তী, অখিল ভারত বিদ্যার্থী পরিষদের শিবেরগুল শাখার পক্ষে সুজয় পাল, প্রদীপ দেবনাথ, নেতাজি সংঘের সাংস্কৃতিক সম্পাদিকা মমি দে, বাজারিছড়া জিপির প্রাক্তন সহ-সভাপতি রজত নাগ, রাজু দেবরায়, রঞ্জন দাস, শিক্ষক অরূপ দাস, মনোজ সিংহ, অজয় সূত্রধর, বাজারিছড়া অটো সংস্থার পক্ষে দুলন দেব, রাজু দাস এবং উপস্থিত বিভিন্ন ভিলেজ অর্গানাইজেশনের পদাধিকারীরা। প্রদীপ প্রজ্বলন করেন নেতাজি সংঘের উপদেষ্টা সদস্য তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সন্দীপ করপুরকায়স্থ।
অনুষ্ঠানের শেষ প্রান্তে সুভাষচন্দ্রের বর্ণময় জীবনী ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের বিষয়ে সারসংক্ষেপ বক্তব্য পেশ করেন নেতাজি সংঘের প্রাক্তন সভাপতি বিভাষ দাস, টুবলু পাল, অমিতাভ দে, রজত নাগ প্রমুখ। তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে বর্তমান প্রজন্মের যুবা কিশোরদের নেতাজির আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়। পরে এদিনের কার্যক্রমের সমাপ্তিতে সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক অমিত দেব অনুষ্ঠানে সক্রিয় সহযোগিতা ও উপস্থিতির জন্য বিভিন্ন সংগঠন সহ জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।