সেজে উঠেছে বাহারি ফুলে, ২ ফেব্রুয়ারি খুলছে অমৃত উদ্যান

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত সাধারণ জনসাধারণের দেখার জন্য খোলা থাকবে। রাষ্ট্রপতি ভবনে আগামী ৬ মার্চ থেকে অমৃত উদ্যানের অংশ হিসাবে চার দিনের ‘বিবিধ কা অমৃত মহোৎসবের’ আয়োজন করা হবে। এই মহোৎসবে দক্ষিণ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং অনন্য ঐতিহ্য প্রদর্শন করবে।

নানা রকমের বাহারি ফুলে সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান। এই উদ্যান দেখার জন্য মুখিয়ে রয়েছেন সাধারণ জনসাধারণ। সপ্তাহে ৬ দিন অমৃত উদ্যান দেখতে পারবেন জনসাধারণ, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বুকিং ও সেই সংক্রান্ত যাবতীয় বিষয় রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *