সীমান্তে পাচার আটকাতে গুলি বিএসএফের, শিশু সহ আহত মহিলা

আগরতলা, ১৮ জানুয়ারি: সীমান্তে বড় চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করতে বিএসএফ নন-ল্যাথেল বন্দুক থেকে গুলি চালিয়েছে। তাতে এক শিশু সহ মহিলা আহত হয়েছে। তাছাড়া, ওই অভিযানে বিপুল পরিমাণ এসকফ এবং চিনির বস্তা বাজেয়াপ্ত করেছে বিএসএফ।

প্রসঙ্গত, সিপাহীজলা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত বক্সনগর মাদক চোরাচালান, গবাদি পশু পাচার এবং বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ সহ অপরাধের জন্য চিন্তিত জায়গা। ওই এলাকায় প্রচুর সংখ্যক স্থানীয় যুবক চোরাচালানের কাজে নিয়োজিত আছেন। এইসব প্রতিকূলতা সত্ত্বেও বিএসএফ জওয়ানরা বেআইনি কার্যকলাপ দমনে তাদের প্রচেষ্টায় চালিয়ে যায় প্রতিদিন বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে।

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার এক বিবৃতিতে জানিয়েছে, আজ কর্তব্যরত বিএসএফ কর্মীরা দেখেন মহিলা এবং শিশু সহ একাধিক বাংলাদেশী ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বিভিন্ন জিনিস পাচারের চেষ্টা করছেন। তাদের মধ্যে কয়েকজনের কাছে ধারালো অস্ত্রও ছিল৷ যখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তখন দা নিয়ে সজ্জিত একদল চোরাচালানকারী আক্রমণাত্মক হয়ে ওঠে এবং কর্তব্যরত বিএসএফ কর্মীদের ঘেরাও করার চেষ্টা করে। যার ফলে তাদের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তি হুমকির মুখে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ কর্মীরা সর্বোচ্চ সংযম অনুশীলন করে আত্মরক্ষায় পাম্প অ্যাকশন গান (পিএজি) থেকে এক রাউন্ড গুলি চালায়। তার ফলে এক মহিলা এবং একটি শিশু সহ দুই চোরাকারবারী গুলির আঘাতে আহত হয়েছেন।

বিএসএফ আরও জানিয়েছে, বিএসএফ জওয়ানরা ঘটনাস্থল থেকে এসকফ সিরাপ এবং প্রচুর পরিমাণে চালের বস্তা বাজেয়াপ্ত করেছেন। বিএসএফ আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং সর্বনিম্ন শক্তির ব্যবহার নিশ্চিত করে অত্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *