‘অন্য কেউ থাকলে, নাম বলছে না কেন?’ সঞ্জয়ের দাবি নস্যাৎ করে প্রশ্ন নির্ভয়ার বাবার

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): নির্ভয়া কাণ্ডের প্রায় এক যুগ পেরিয়েছে। তেমনই নৃশংস ঘটনা ঘটেছে কলকাতায় আর জি কর-কান্ডে, অভয়ার সঙ্গে। শনিবার শিয়ালদা আদালত তাকে দোষী সাব্যস্ত করার পরও সে দাবি করে গিয়েছে, সে কিছুই করেনি, এতে অন্যরাও জড়িত। তাদের কেন ধরা হল না? নির্ভয়ার বাবা বলেন, ”ও নির্দোষ হলে, কোনও দোষ না করলে, যারা দোষ করেছে তাদের নাম কেন বলছে না?”

আর জি কর-এর ঘটনার ১৬২ দিনের মাথায় সেই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। দিল্লিতে টেলিভিশনে এই সমস্ত খবরই দেখেছেন নির্ভয়ার বাবা। মনে পড়ে গিয়েছে মেয়ের দুঃসহ স্মৃতির কথা। আর জি কর মামলার রায়দানের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদমাধ্যমের কাছে তিনি প্রশ্ন তুললেন।

উল্লেখ্য, ২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে চলন্ত বাসে নির্ভয়া ধর্ষণ এবং হত্যা মামলা তোলপাড় ফেলে দিয়েছিল দেশে। গ্রেফতার হয় এক নাবালক-সহ ৬ জন। এর মধ্যে বিচার চলাকালীন জেলে একজনের মৃত্যু হয়। নাবালককে পাঠানো হয় জুভেনাইল হোমে। বাকি চারজনের ফাঁসি হয়। তাতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন আপামর দেশবাসী।

অন্যদিকে, ২০২৪ সালের ৯ আগস্ট কলকাতায় ঘটে প্রায় তেমনই ঘটনা। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের অন্দরে ধর্ষণের পর খুন হয়ে যান তরুণী চিকিৎসক। তার ৫ মাস ১২ দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। সোমবার সাজা ঘোষণা। কিন্তু তারপরও সঞ্জয় টানা দাবি করে গিয়েছে, সে কিছু করেনি। সবাই মিলে দোষ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *