আগরতলা, ১৮ জানুয়ারি: সাতসকালে ভাড়া বাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় শহর সংলগ্ন মহেশখলা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার মেয়ের দাবি, তাকে খুন করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ ওই ভাড়াবাড়িতে প্রেমিকের সাথে থাকতেন ওই মহিলা। এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। সাথে পুলিশ মৃতার প্রেমিককে আটক করে থানায় নিয়ে গিয়েছে।
ঘটনার বিবরণে মৃতার মেয়ে জানিয়েছেন, আজ সকালে খবর আসে তার মা কল্পনা দেবনাথ মৃতদেহ শহর সংলগ্ন মহেশখলা এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে। সাথে সাথে মৃতার পরিবারের সদস্যরা এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। সে গিয়ে দেখতে পান ঘরের মেঝেতে তার মার মৃতদেহ পড়ে রয়েছে। তাঁর দাবি, কল্পনা দেবনাথকে খুন করা হয়েছে। এদিকে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে এলাকাবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই মহিলা এবং অভিযুক্ত শংকর সূত্রধর একসাথে ভাড়া থাকতেন। আরও জানিয়েছেন, শংকর সূত্রধর তার স্ত্রী এবং সন্তানকে ছেড়ে ওই মহিলার সাথে থাকতেন। শংকর সূত্রধর পেশায় কাঠমিস্ত্রী। তার বাড়ি যোগেন্দ্রনগর কুমার পাড়ায়। এদিকে অভিযুক্তরে স্ত্রী জানিয়েছেন, দীর্ঘ ১০ বছর আগে ওই মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন তার স্বামী। ওই মহিলার কারণে স্ত্রী এবং সন্তানকে ছেড়ে ভাড়াবাড়িতে থাকতেন তারা। আজ সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন তিনি। পুলিশ ওই ঘটনায় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।