আগরতলা, ১৭ জানুয়ারি: কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে ১২-০১-২০২৫ থেকে ১৯-০১-২০২৫ পর্যন্ত সাত দিনব্যাপী রাষ্ট্রীয় যুব সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। সপ্ত দিনব্যাপী এই যুব উৎসবে ভাষণ প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সমাপ্তি সমারোহ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ হারাধন সাহা তিনি তার ভাষণে স্বামী বিবেকানন্দের আদর্শের প্রতি আলোকপাত করেছেন। তাঁর ঐক্য এবং সংহতির বাণীকে উপস্থাপিত করেছেন। যুব সমাজ অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে সমাজ ও দেশ গঠনে এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছেন।
এই অনুষ্ঠানে অধ্যক্ষতা করেন কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরের মাননীয় নির্দেশক প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র।শাশ্বত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধদর্শন বিদ্যাশাখার অধ্যক্ষ প্রফেসর অবধেস কুমার চৌবে। তাছাড়া বিশেষ অতিথি রূপে মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষাশাস্ত্র বিদ্যাশাখার অধ্যক্ষ প্রফেসর বুলুসু পদ্মামিত্র শ্রীনিবাস। উক্ত অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য বিভাগের অধ্যপিকা ড. মঞ্জু ঠেমদেও মহোদয়া। রাষ্ট্রগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।