নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য দলের নির্বাচনী ইস্তেহার সঙ্কল্পপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন জে পি নাড্ডা। তিনি বলেন, এই সঙ্কল্প পত্র’ ‘বিকশিত দিল্লি’-র ভিত স্থাপন করবে।”
এদিন ইস্তেহার প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, নির্বাচনে বিজেপি জয় লাভ করলে সর্বপ্রথম জনসাধারণের স্বাস্থ্যকে সুনিশ্চিত করতে দিল্লিতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার সূচনা ঘটাবে আমাদের সরকার। রাজ্য সরকার ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সা প্রদান করবে বলেও জানান তিনি। অভিযোগ করেন, এএপি সরকারের জন্যেই এই প্রকল্পের সুবিধা থেকে এতদিন বঞ্চিত হয়ে আসছে দিল্লির জনগণ।