নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি:
যুব কংগ্রেসের উদ্যোগে আগরতলা টাউনহলে অনুষ্ঠিত হয় উত্তর-পূর্বাঞ্চলীয় যুবক কনভেনশন। উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি সহ দায়িত্বপ্রাপ্ত ইনচার্জরা। এছাড়াও নর্থইস্টের সাতটি রাজ্য থেকে যুব কংগ্রেসের প্রতিনিধিরা এই কনভেনশনে উপস্থিত হয়েছেন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, সিডব্লিউসি সদস্য, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস কমিটির ইনচার্জ গিরিশ চোদানকার , এআইসিসি সম্পাদক ক্রিস্টোফার তিলক, বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক বিরজিত সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় বানু চিব, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য নেতৃত্বগণ। সম্মেলনের শুরুতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় বানু চিব বলেন, এখন যুব কংগ্রেসকে ঐক্যবদ্ধ করতে হবে। বর্তমান ভারতে যুবদের প্রধান দুটি সমস্যা হল চাকরির অভাব, নেশার গ্রাস। এই দুটি কারনে যুব সমাজ আজ জর্জরিত। এর থেকে বেরিয়ে আস্তে যুব কংগ্রেসকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে আন্দোলন করে দেশকে নতুন দিশায় নিয়ে যাওয়ার অঙ্গীকার গ্রহন করার আহবান জানান তিনি।
প্রদেশ যুব কংগ্রেস আয়োজিত এ কনভেনশনে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সহ এআইসির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন এবং অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন যুব কংগ্রেসের এই লড়াই শুধু যুবকদের স্বার্থ সুরক্ষার জন্য নয় কিংবা দলীয় নেতা কিংবা কর্মীদের স্বার্থ সুরক্ষার জন্য নয়। এই লড়াই দেশের জন্য লড়াই দেশের স্বাধীনতা ও অখন্ডতা সুরক্ষার লড়াই। জাতপাত ও ধর্মের নামে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে প্রয়াস চলেছে তার বিরুদ্ধে গর্জে উঠার আহবান জানান তিনি।

