নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ জানুয়ারি:
রাজ্যজুড়ে বিজেপির উদ্যোগে শুরু হয়েছে সংবিধান গৌরব দিবস। রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে চন্ডিপুর ইউনাইটেড ক্লাব সংলগ্ন মাঠে বিজেপি মন্ডলের উদ্যোগে সংবিধান গৌরব দিবস উদযাপন করা হয়।
বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাসহর চন্ডিপুর বিজেপি মন্ডলের উদ্যোগে চন্ডিপুর ইউনাইটেড ক্লাব সংলগ্ন মাঠে সংবিধান গৌরব দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিপুর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি পিন্টু ঘোষ, ঊনকোটি জেলা পরিষদের সদস্য তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সহ-সভাপতি ডক্টর সুশান্ত সিনহা থেকে শুরু করে চন্ডিপুর বিজেপি মন্ডলের অধীনে থাকা সমস্ত বিজেপি দলের বুথ সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিজেপি দলের অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
এদিনের এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি তপশিলি জাতি সমাজপতিদের ও বিজেপি দলের সকল বুথ সভাপতিদের সংবর্ধিত করেন মন্ত্রী টিংকু রায়। উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা করেন পাশাপাশি সিপিআইএম ও কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন।