আগরতলা, ১৬ জানুয়ারি: চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন পূর্ব পদ্মনগর উচ্চ বুনিয়াদি বিদ্যালয় বিভিন্ন সমস্যায় জর্জরিত। এরই মধ্যে বড় সমস্যা হল ছাত্র ছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য পযার্প্ত ঘরের ব্যবস্হা নেই। যার ফলে শ্রেণিকক্ষের বেঞ্চ সরিয়ে সেখানেই খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের।
ছাত্র ছাত্রীদের অভিযোগ, চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন পূর্ব পদ্মনগর উচ্চ বুনিয়াদি বিদ্যলয়ে বিভিন্ন সমস্যায় জজর্রিত। বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য পযার্প্ত ঘরের ব্যবস্হা নেই। যার ফলে শ্রেণিকক্ষের বেঞ্চ সরিয়ে সেখানেই খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের। তাছাড়া, বিদ্যালয়ে নেই বাউন্ডারি।
এদিন আরও জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে স্কুলে প্রধান শিক্ষক নেই। এমনকি, বিদ্যলয়ে বিজ্ঞান শিক্ষক নেই।