আগরতলা,১৬ জানুয়ারি : দিবালোকে বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে এক বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে ১ ভরি স্বর্ণালংকার সহ নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়েছে। ওই ঘটনায় করইলং শিশু বিহার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় করইলং শিশু বিহার এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি দুলাল সূত্রধর সহ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে চলে যান। সন্ধ্যায় সাতটা নাগাদ বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যরা বাড়ি এসে দেখতে পায় ঘরের দরজায় লাগানো তালা ভাঙ্গা রয়েছে। সাথে সাথে ঘরের মধ্যে প্রবেশ করে প্রত্যক্ষ করেন সমস্ত জিনিস লন্ডভন্ড হয়ে রয়েছে। ঘরে থাকা নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করছে।