হা‌তি‌খিরা ক‌মিউ‌নি‌টি হেল্থ সেন্টা‌রের নৈশপ্রহরীর খুনের ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ১৫ জানুয়ারি : হা‌তি‌খিরা ক‌মিউ‌নি‌টি হেল্থ সেন্টা‌রের নৈশপ্রহরীর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পু‌লি‌শি তদ‌ন্তে আটক করা হয়েছে একজনকে। প্রতিবা‌দে ঘাত‌কের বা‌ড়ি‌তে ভাঙচুর সহ সড়ক অব‌রোধ করেন উ‌ত্তে‌জিত জনতারা।

এক লোমহর্ষক খুন কান্ড ঘ‌টে গেল বাজা‌রিছড়ার লোয়াইর‌পোয়া ব্ল‌কের হা‌তি‌খিরায়। রাত এগা‌রোটা নাগাদ হা‌তি‌খিরা ক‌মিউ‌নি‌টি হেল্থ সেন্টা‌রের অস্থায়ী নৈশ প্রহরী  অকৃতদার প্রসন‌জিৎ আকুড়ার(৩০) রক্তমাখা লাশ হাসপাতালের গে‌টের সম্মু‌খে প‌ড়ে থাক‌তে দে‌খেন সহকর্মীরা। প‌রে বিষয়‌টি জানাজা‌নি হ‌লে স্থানীয় পু‌লিশ তদ‌ন্তে নে‌মে হাসপাতালের সি‌সি ক‌্যা‌মেরার ভি‌ডিও ফু‌টেজ ঘে‌ঁটে এক ব‌্যক্তি‌কে আটক ক‌রে। ধৃ‌তের নাম উত্তম গোঁড়(৪০)। তার বা‌ড়ি ১৮ নং লাই‌নে।

জানা গে‌ছে নৈশপ্রহরী যুব‌কের বা‌ড়ি একই এলাকায়।উক্ত খুন কা‌ন্ডে সি‌সি ক‌্যা‌মেরার ফু‌টে‌জে দুজন‌কে ‌দেখা গে‌লেও একজন ধরা প‌ড়ে‌ছে । অন‌্যজন পলাতক ব‌লে খবর পাওয়া গে‌ছে। মৃ‌তের শ‌রি‌রে একা‌ধিক আঘা‌তের চিহ্ন পাওয়া গে‌ছে। ধারনা করা হ‌চ্ছে তা‌কে লোহার রড দি‌য়ে পি‌টি‌য়ে হত‌্যা করা হ‌য়ে‌ছে। উক্ত রা‌তে সা‌র্কেল অ‌ফিসা‌রের উপ‌স্থি‌তি‌তে মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে পু‌লিশ।

এ‌দি‌কে বুধবার সকা‌লে উ‌ত্তে‌জিত জনতা জমা‌য়েত হ‌য়ে প্রথ‌মে আট নং জাতীয় সড়ক অব‌রোধ ক‌রে। এ কা‌ন্ডে জ‌ড়িত অন‌্যদের পাকরাওয়ের দা‌বি সহ এ‌তে জ‌ড়িত ব‌্যক্তির ক‌ঠোর শা‌স্তির দা‌বি‌তে সরব হন। প‌রে একাংশ জনতা ঘাত‌কের বা‌ড়ি‌তে হামলা চা‌লি‌য়ে কিছু ভাঙচুর চালা‌নোর খবর পাওয়া গে‌ছে। শে‌ষে পু‌লিশ এ‌সে প‌রি‌স্থি‌তি সামাল দেয়। সংঘ‌টিত খুনকা‌ন্ডের নেপ‌থ্যে পুর‌নো বিবাদ সহ উত্ত‌মের বা‌ড়ি‌তে ঢিল‌ ছোঁড়াছু‌ড়ির খবর পাওয়া গে‌ছে।প্রায় রাতে না‌কি প্র‌সন‌জিৎ উত্তম‌ দের বা‌ড়ি‌তে ঢিল ছুড়ত ব‌লে অ‌ভি‌যোগ। বিষয়‌টি বর্তমা‌নে গ‌ভীর ভা‌বে খ‌তি‌য়ে দেখ‌ছে পু‌লিশ।বুধবার এ কা‌ন্ডে জ‌ড়িত ব‌্যক্তি‌কে আদাল‌তে সোপর্দ ক‌রে পু‌লিশ।