আগরতলা, ১০ জানুয়ারি: ত্রিপুরা বিধানসভা শীতকালীন অধিবেশনে আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডা. মনমোহন সিং-এর স্মরণে স্মৃতিচারণ করা হয়েছে। এদিন অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ ত্রিপুরার বিধানসভার সকল সদস্যরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ২ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেছেন।
প্রয়াত ডা. মনমোহন সিং-এর স্মৃতিচারণে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা ও শোকের সাথে জানাচ্ছে যে, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডা. মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর নয়াদিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাড ৯টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন।
প্রসঙ্গত, ড. মনমোহন সিং ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের গাহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা গুরুমুখ সিং এবং মাতা অমৃত কৌর। দেশভাগের পর তাঁর পরিবার ভারতে চলে আসে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯৫২ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৫৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি উচ্চ শিক্ষার জন্য বিদেশে যান। ১৯৫৭ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি-ফিল ডিগ্রি অর্জন করেন।
ড. মনমোহন সিং ১৯৬৬ সালে রাষ্ট্রপুঞ্জে কর্মজীবন শুরু করেন এবং ১৯৬৯ সালে দেশে ফিরে দিল্লি স্কুল অব ইকনমিক্সে অর্থনীতির অধ্যাপক হিসাবে যোগ দেন। এরপর ১৯৭২ সালে তিনি কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৬ সালে তিনি অর্থ সচিব এবং ১৯৮০ থেকে ১৯৮২ পর্যন্ত যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর হিসেবে দেশের আর্থিক ব্যবস্থাকে সুসংহত করেছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্বে ভারত অর্থনৈতিক উদারীকরণ এবং সংস্কারের যুগে প্রবেশ করে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে।
তাছাড়া, ড. সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ভারত আর্থিক স্থিতিশীলতা, দারিদ্র্য হ্রাস, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে অসামান্য সাফল্য অর্জন করে। বিশেষ করে, ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় তাঁর বিচক্ষণ নেতৃত্ব ভারতকে বড় ধরনের আর্থিক সংকট থেকে রক্ষা করেছিল।
তিনি ছিলেন একজন বিনয়ী, সৎ এবং দূরদর্শী অর্থনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। তাঁর প্রয়াণে দেশ এক বিরল প্রতিভাকে হারালো। প্রয়াণকালে তিনি রেখে গিয়েছেন স্ত্রী গুরশরণ কৌর, তাঁদের তিন কন্যা এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীকে।
ত্রিপুরা বিধানসভা প্রয়াত ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে।এখন আমি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের আত্মার শান্তি কামনা করে সভা উপস্থিত সকলকে দুই মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি।