এথেন্স, ১০ নভেম্বর (হি.স.): সেন্ট্রাল এথেন্সে অবস্থিত ফরাসি দূতাবাসের কাছে বিস্ফোরক ছুড়ে মারল অজ্ঞাতপরিচয় হামলাকারীরা| বিস্ফোরণে জখম হয়েছেন এক জন অফিসার| বৃহস্পতিবার সকালের ঘটনা| পুলিশ জানিয়েছে, বিস্ফোরকটি সম্ভবত একটি হ্যান্ড গ্রেনেড ছিল| বিস্ফোরণে বিল্ডিংয়ের কোনও ক্ষতি হয়নি| ঘটনাস্থলে এক জন অফিসার ছিলেন, বিস্ফোরণে তিনি সামান্য জখম হয়েছেন|
সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানতে পেরেছে, মোটর সাইকেলে করে এসেছিল হামলাকারীরা| পুলিশ তদন্ত শুরু করেছে|
2016-11-10