কর্ণাটকে দু’জনের শরীরে এইচএমপি ভাইরাসের হদিশ, নজর রাখছে আইসিএমআর

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): কর্ণাটকে দু’জনের শরীরে মিলল এইচএমপি ভাইরাসের হদিশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) কর্ণাটকে হিউম্যান মেটাপনিউমোভাইরাস-এর দু’টি কেস শনাক্ত করেছে।

হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি)-এ আক্রান্ত হয়েছে বেঙ্গালুরুর এক শিশু। আট মাসের ওই শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণের লক্ষণ মিলেছে। এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল ওই শিশুর। সেখানেই নমুনা পরীক্ষায় সংক্রমণের হদিস পাওয়া যায়। এছাড়াও কর্ণাটকেই আরও একজনের শরীরে এইচএমপি ভাইরাসের হদিশ।