ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মিছিল বামেদের

আগরতলা, ৩০ ডিসেম্বর: ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে খোয়াইয়ের রাজপথে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে সিপিআইএম।

এদিন খোয়াই সিপিএম কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে খোয়াই সুভাষ পার্ক বাজারে কোহিনূর সামনে গিয়ে শেষ হয়েছে। তারপর একটি সভা আয়োজন করা হয়েছে। এই সভা উপস্থিত ছিলেন খোয়াই সিপিএম বিধায়ক নির্মল বিশ্বাস পলাশ ভৌমিক পদ্ম কুমার দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন এক ব্যক্তি বলেন, গত ১৭ ডিসেম্বর সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। বাবা সাহেব আম্বদকরকে বিজেপি সরকার অপমান করেছে বলে অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *