আগরতলা, ২৬ ডিসেম্বর : আজ কাঁসারী পট্টি স্থিত সুন্দরী কালীর মন্দিরের সংস্কার কাজটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা। সাথে ছিলেন মেয়র দীপক মজুমদার সহ এলাকার কর্পোরেটর রত্না দত্ত ও অন্যান্যরা।
প্রসঙ্গত, কাঁসারী পট্টি স্থিত রাজন্য আমলের কালী মন্দির পাড়ায় সুন্দরী কালীর মন্দির রয়েছে যা এলাকাবাসীর কাছে একটি জাগ্রত মন্দির হিসেবে মান্য। কিন্তু ২০০ বছরের পুরনো এই মন্দিরটির অর্ধেকটা অংশই মাটির নিচে চলে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশনায় এই মন্দিরটিকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। বহিরাজ্য থেকে এই ধরনের প্রশিক্ষিত শ্রমিকদের সহায়তায় এই কাজ চলছে। সম্প্রতি দশ টন ওজনের মন্দিরটিকে জেকের সাহায্যে উপরে তোলার ব্যবস্থা করেছে নিগম। তথ্য অনুযায়ী, প্রায় কুড়ি লক্ষ টাকায় সংস্কার করা হচ্ছে এই মন্দিরটি।
মেয়র এ বিষয়ে বলেন, সুন্দরী কালীমন্দিরের মান্যতা রাজন্য আমল থেকে একইভাবে রয়েছে। এলাকার ভক্তপ্রাণ জনগণ যেন আবার মায়ের পুজো ভালোভাবে করতে পারেন তার জন্য মন্দিরটি নিগমের উদ্যোগে নতুনভাবে সাজিয়ে তুলা হচ্ছে।

