আগরতলা, ২৫ ডিসেম্বর : নেশা সামগ্রী পাচারকালে অসম পুলিশের হাতে আটক ত্রিপুরার যুবক। তার কাছ থেকে সাড়ে সাত কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নির্দেশে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ স্থানীয় থানার ওসি নিলভজ্যোতি নাথ দলবল নিয়ে হাতিখিরা বাগানের ২০ নং লাইনের আট নং জাতিয় সড়কের পাশে ওৎ পেতে বসে থাকলে সাফল্য আসে। এমন সময়ে আসামের শ্রীভূমি থেকে একটি মিনারেল ওয়াটার বোজাই লরি ত্রিপুরায় যাবার পথে গাড়িটিকে আটক করে কর্তব্যরত পুলিশ। পরে লরির বিভিন্ন গোপন খবরের থেকে দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়। যার কালোবাজারী মুল্য প্রায় সাড়ে সাত কোটি টাকার মত হবে বলে পুলিশ জানিয়েছে। পরে লরি সহ আটক চালককে নিয়ে যাওয়া হয় থানায়।
আরও জানা গিয়েছে, পুলিশ ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃতের নাম সুশান্ত রুদ্রপাল। বাড়ি খোয়াইয়ে। ধৃতকে পুলিশের পক্ষে আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে। এমন খবরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা খুশি ব্যক্ত করে নিজের ফেসবুক পেজে পোস্টও করেছেন।