কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): আর্থিক প্রতারণা মামলায় শুক্রবার কলকাতার বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সাদার্ন অ্যাভিনিউ ও বালিগঞ্জের দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি।
চলতি সপ্তাহেই একটি নামী ইস্পাত সংস্থার কর্ণধার সঞ্জয় সুরেকাকে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে প্রায় ছ’হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ ছিল। প্রায় চার কোটি টাকার সোনার গয়না উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। বাজেয়াপ্ত করা হয় বেশ কয়েকটি বিদেশি গাড়িও।