গুয়াহাটি, ০৬ নভেম্বর, (হি.স.) : বিজেপি নেতৃত্বাধীন নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-কে রুখতে কংগ্রেস গড়েছে উত্তরপূর্ব সমন্বয়রক্ষী সমিতি। আরএসএস এবং বিজেপি গত ২৮ মাসে গোটা উত্তরপূর্বাঞ্চলকে অস্থির করে তুলেছে। বিজেপি-র বিভাজনমুখি রাজনীতি থেকে উত্তরপূর্বকে রক্ষা করতে হবে বলে সংকল্প নিয়েছে কংগ্রেস। এই তথ্য দিয়েছে প্রদেশ কংগ্রেসের এক সূত্র।
সূত্রটি জানিয়েছে, উত্তরপূর্বাঞ্চলের ঐক্য, সংহতি এবং বৈচিত্র্যকে অক্ষুণ্ণ রাখতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং উপ-সভাপতি রাহুল গান্ধী ফের গঠন করেছেন উত্তরপূর্ব সমন্বয়রক্ষী সমিতি বা নর্থ-ইস্ট কো-অর্ডিনেশন কমিটি। বিজেপি-র নেতাদের রুখতে গঠিত নর্থ-ইস্ট কো-অর্ডিনেশন কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকে।-
2016-11-06