আগরতলা, ১৯ ডিসেম্বর : তৃষ্ণা মেটাতে এসে মোবাইল চুরি করে নিয়ে গেলো ভদ্ররূপী চোর। দোকানে থাকা সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি ধরা পড়েছে। এই বিষয়ে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেছেন দোকানটির মালিক।
ঘটনার বিবরণে জানা গেছে, আজ বিশালগড় নিচের বাজারে আমজাদ হোসেনের বাইক সার্ভিস সেন্টারে এক অপরিচিত এক ব্যক্তি এসে জল খেতে চায়। দোকানের মালিক কাজে ব্যস্ত থাকায় ওই ব্যক্তিকে দোকানের ভেতরে গিয়ে জল খেতে বলেন। কিন্তু জল পান করতে দিয়ে যেন বিপদ ডেকে আনলেন দোকানের ব্যবসায়ী।
দোকানের মালিক আমজাদ হোসেন জানিয়েছেন, সেই চোর দোকানে প্রবেশ করে ফিল্টার থেকে জল নিয়ে খাওয়ার সময় ফিল্টারের উপরে রাখা দোকানের এক কর্মচারীর মোবাইলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর দোকানে লাগানো সিসিটিভি ফুটেজে তারা বিষয়টি দেখতে পান।
বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় সিসিটিভির ফুটেজ সমেত একটি অভিযোগ দায়ের করেন দোকান মালিক আমজাদ হোসেন। বর্তমানে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকরা তাদের নেশার টাকার যোগাড় করতেই নাকি এই সমস্ত চুরির ঘটনা করে যাচ্ছে গোটা সিপাহীজলা জেলায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সাথে নিয়ে মোবাইল সহ চোরকে আটক করতে মাঠে নেমেছে।