BRAKING NEWS

নেশাদ্রব্য বিক্রয়ের দায়ে তিনমাসের জেল হাজতের নির্দেশ দিল আদালত

কৈলাসহর, ১৮ ডিসেম্বর : নেশাদ্রব্য বিক্রয়ের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের জেল হাজত ও এক হাজার টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। এক হাজার টাকা জরিমানা না দিতে পারলে আরো তিন মাসের কারাবাসের শাস্তি দেওয়া হয়। স্পেশাল কোর্টের জজ  সুদীপ্তা চৌধুরী এই নির্দেশ দেন এদিন।

জানা যায় গত ৭/৫/২০২০সালে টাউন কুবঝাড়(৩) নং ওয়ার্ড থেকে এলাকাবাসী ইউনুচ আলী কে আটক করে।তার বিরুদ্ধে অভিযোগ ছিল নেশা দ্রব্য বিক্রয় করার। তাকে এলাকাবাসীরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  তাকে তল্লাশি করলে তার কাছে ছয় কৌটা হিরোইন পায় পুলিশ।তখন কৈলাসহর পুলিশ তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নেয়। মামলায় আটজন সাক্ষী দেয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে। পরিশেষে আজ বুধবার আদালত তাকে তিনমাসের জেল হাজতের সাজা দেয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সুনির্মল দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *