আগরতলা, ১৮ ডিসেম্বর: সাত মাসের শিশুর পেটের টিউমারের জটিল অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিলেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু শল্য বিশেষজ্ঞ ডাঃ অনিরুদ্ধ বসাক।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, উদয়পুর রাজারবাগ এলাকার বাসিন্দা অনুপ ভৌমিকের স্ত্রী ত্রিনা দেব গত ১৫ এপ্রিল পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু ৫ ডিসেম্বর থেকে ক্রমশ ফুলে ওঠার সঙ্গে সঙ্গে পেট শক্ত হয়ে যাচ্ছিল। সন্তানের এমন অবস্থা দেখে চিন্তায় দিন কাটছিল দম্পতির। ছোট্ট ছেলেটার পেটটাও ক্রমশ ফুলে উঠছিল। এমতাবস্থায় গত ৯ ডিসেম্বরে বিকল ৫টা সময় আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তারপর শিশুর অবস্থা আশঙ্কা জনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু শিশুটির পেট ক্রমশ পেট ফুলতে থাকায় এবং শারিরিক অবনতি হওয়ায় গত ৮ ডিসেম্বর ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু শল্য বিশেষজ্ঞ ডাঃ অনুরুদ্ধ বসাকের কাছে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসক পরীক্ষা করে ওই শিশুকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেখানেই পরীক্ষা নিরীক্ষা করে প্রথম দেখা যায়, তার পেটে বড় আকারের টিউমার রয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় শিশুর পেটের ডান দিকের কিডনি বিকল হয়ে যাচ্ছে। এমতাঅবস্থায় ডাঃ বসাক শিশুটির শারিরিক অবনতি দেখে ইমারজেন্সি অপারেশন করার সিদ্ধান্ত নেন। গত ১৩ ডিসেম্বর প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারের চলে এবং টিমারটিকে শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়। বর্তমানে বাচ্চাটি সুস্থ আছে এবং দুদিন পর তাকে ছুটি দেওয়া হবে।
উল্লেখযোগ্য, শিশুটি ১৬ নভেম্বর টিএমসিতে পেডিয়াট্রিক সার্জারি বিভাগে ডাঃ অনিরুদ্ধ বসাকের তত্তাবধানে ভর্তি করে অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বাবা অনুপ ও মা ত্রিনা দেব বাইরে সি.এম.সিতে নিয়ে যান। সেখান থেকে জানানো হয়েছিল ১২ মাস আগে শিশুর অস্ত্রোপচার করার কোনো প্রয়োজন নেই এবং তাকে ছুটি দেওয়া হয়। তারপর আগরতলার এসে ২-৩ দিনের মধ্যে বাচ্চাটির শারীরিক অবনতি ঘটে।