নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত, ঢাকাকে এই বার্তা পাঠালো দিল্লি। সম্প্রতি ঢাকা সফরে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি, সেই সফর প্রসঙ্গে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “বিদেশ সচিব তাঁর আলোচনার সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন তুলে ধরেন।”
রণধীর জয়সওয়াল আরও বলেছেন, “তিনি (বিক্রম মিস্রি) বাংলাদেশের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্মান এবং পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের ইচ্ছের কথাও পুনর্ব্যক্ত করেন। তিনি কিছু উন্নয়ন ও সমস্যা নিয়েও আলোচনা করেছেন এবং ভারতের উদ্বেগ, বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে উল্লেখ করেছেন।”