আগরতলা, ২ ডিসেম্বর: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনাকে আরো জনপ্রিয় করে তুলতে হবে। আজ মহাকরণে এক পর্যালোচনা সভায় একথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
এদিনের পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব, পূর্ত সচিব, আগরতলা পুর নিগমের কমিশনার, বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার ব্যাপক চাহিদা রয়েছে। এই যোজনায় আরও জনপ্রিয় করে তোলায় সরকারের একমাত্র লক্ষ্য। এখনো পর্যন্ত রাজ্যে ১০ হাজার গ্রাহক সুবিধা পেতে রেজিষ্ট্রেশন করেছেন। তার মধ্যে ৩৭ জনের কার্যকারি হয়েছে। এই প্রকল্পে রাজ্যবাসীকে পরিষেবা দিতে বিদ্যুৎ নিগম কাজ করবে।