আগরতলা, ২৯ নভেম্বর: ক্রমবর্ধমান মারণব্যাধি এইচআইভি-এইডস এর উপর সচেতনতামূলক বার্তা ছড়ানোর লক্ষ্যে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক ডঃ বিশাল কুমার বলেন, পশ্চিম ত্রিপুরা জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির উদ্যোগে ও ত্রিপুরা রাজ্য এইডস সোসাইটির সহযোগিতায় পশ্চিম জেলার রেড রান কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। এইচআইভি-এইডস অনেক বড়ো সমস্যা। শিরাপথে মাদক গ্রহণে বহু মানুষ এইচআইভি/এইডস রোগে আক্রান্ত হচ্ছেন। এই ব্যাধি মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। রাজ্যে এইচআইভি/এইডস সংক্রমণ রোধে জনগণকে সচেতন হতে হবে।
এদিন মেয়র দীপক মজুমদার বলেন, এইডসের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য এধরণের উদ্যোগের প্রশংসা করেন।