নয়াদিল্লি ও হাপুর, ২৫ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের সম্ভলে হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করলেন আজাদ সমাজ পার্টির জাতীয় সভাপতি চন্দ্রশেখর আজাদ। সোমবার হাপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্ভল হিংসার বিষয়ে আজাদ সমাজ পার্টির জাতীয় সভাপতি চন্দ্রশেখর আজাদ বলেন, “আমি হিংসার বিরুদ্ধে, উত্তর প্রদেশে বুলেটের মাধ্যমে ন্যায়বিচার করা হচ্ছে এবং এই গুন্ডামি বরদাস্ত করা যাবে না। এটা একটা ষড়যন্ত্র এবং আমাদের গরীব মানুষ এর শিকার হচ্ছে।”
এর আগে দিল্লিতে সংসদ চত্বরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে চন্দ্রশেখর আজাদ বলেছেন, “সম্ভলের হিংসা একটি প্রধান ইস্যু, ৪ জন প্রাণ হারিয়েছে এবং এই সমস্যাটি সংসদে উত্থাপন করা উচিত। হিংসা কোনও সমাধান নয়। আমি তা সমর্থন করি না… ঘটনার তদন্ত হওয়া উচিত। এটা পুলিশ, প্রশাসন ও সরকারের ব্যর্থতা।”