BRAKING NEWS

সোমবার ঝাড়খণ্ডে নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার

রাঁচি, ২৫ নভেম্বর (হি.স.): সোমবার ঝাড়খণ্ডে নির্বাচনী আচরণবিধির মেয়াদ শেষ হচ্ছে। এদিন আদর্শ আচরণবিধি প্রত্যাহারের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে মুখ্য সচিব এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বিগত ১৫ অক্টোবর থেকে ঝাড়খণ্ডে আদর্শ আচরণবিধি জারি হয়। এই পরিস্থিতিতে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ ছিল। নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়ায় এবার সেইসব প্রকল্পের কাজ পুনরায় শুরু করা সম্ভব হবে।

ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করায় ২০০ কোটি টাকারও বেশি নগদ, মাদকদ্রব্য এবং মদ বাজেয়াপ্ত করা হয়েছিল। ১০০টিরও বেশি এফআইআর-ও নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *