আগরতলা, ২৩ নভেম্বর: রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউ ব্রু কে সরকারি স্বীকৃতি এবং হজাগিরি দিবসে ছুটির দিন ঘোষণার দাবিতে আজ আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন টিএফডিপিসি -এর সভাগৃহে সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় মন্ত্রী রতন লাল নাথ, রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সমেত বিভিন্ন অংশের মানুষেরা উপস্থিত ছিলেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের বিজেপি জোট সরকার সমস্ত ভাষার বিকাশে যথেষ্ট উদ্যোগী এবং যত্নশীল। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চাইছেন মাতৃভাষার উপর গুরুত্ব দেওয়া হোক। সবার জন্য মাতৃভাষায় মূলত আসল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা চাইছেন কোনো ভাষা যেন হারিয়ে না যায়।
তাঁর কথায়, ত্রিপুরায় দেববর্মা, ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, কলই, মুড়াসিং সম্প্রদায়ের মানুষ মূলত ককবরক ভাষায় কথা বলেন৷ কিন্তু তাঁদের নিজের ভাষাকে উন্নত করার অদম্য ইচ্ছে রয়েছে। অতিসত্বর রিয়াং জনজাতিদের দাবি পূরণ হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।