গুয়াহাটি, ২৩ নভেম্বর (হি.স.) : অসম বিধানসভার পাঁচ আসনে উপনির্বাচনের ভোটগণনা চলছে। পাঁচ রাউন্ডের ফলাফলে চার আসনে বিজেপি জোট, একে লিড দিচ্ছেন কংগ্রেস প্রার্থী।
কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার সকাল আটটা থেকে পাঁচ আসনের ভোটগণনা শুরু হয়েছে। নিৰ্বাচন কমিশন সূত্রে প্ৰাপ্ত সৰ্বশেষ তথ্য অনুযায়ী, পঞ্চম রাউন্ড গণনা শেষে
তফশিলি জাতি সংরক্ষিত ধলাইয়ে কংগ্রেস প্রার্থী ধ্ৰুবজ্যোতি পুরকায়স্থকে ৮,৪৯৭ ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন বিজেপির নীহাররঞ্জন দাস। নীহাররঞ্জন দাস পেয়েছেন ২২,১৯০ এবং ধ্ৰুবজ্যোতি পুরকায়স্থ পেয়েছেন ১৩,৬৯৩টি ভোট।
বঙাইগাঁওয়ে বিজয়ের পথে বিজেপি শরিক অসম গণ পরিষদের দীপ্তিময়ী চৌধুরী। দীপ্তিময়ী পেয়েছেন ৪৪,৫১৪টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ব্রজেনজিত সিংহের ঝুলিতে পড়েছে ২৬,৭৩৪টি ভোট। ব্যবধান ১৭,৭৮০।
বিহালিতে বিজেপি প্ৰাৰ্থী দীগন্ত ঘাটোয়ালও দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। দীগন্ত পেয়েছেন ৩৬,৬৫১ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য বিজেপি-ছুট কংগ্রেসের জয়ন্ত বরা পেয়েছেন ২৯,৩০৯ ভোট।
তফশিলি জনজাতি সংরক্ষিত সিঁদলিতে বিজেপি জোটশরিক ইউপিপিএল-এর নির্মলকুমার ব্রহ্ম পেয়েছেন ৩৬,১৭৬টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপিএফ-এর শুদ্ধকুমার বসুমতারির ঝুলিতে ভোট পড়েছে ২১,৭২৮টি।
সামাগুড়ি আসনে কংগ্রেস প্রার্থী তানজিল হুসেন বিজেপি প্রার্থী দিপলুরঞ্জন শর্মার বিরুদ্ধে বিশাল লিড দিচ্ছেন। চতুর্থ রাউন্ডের গণনায় তানজিল ২১,৯১৭ এবং দিপলুরঞ্জনের ঝুলিতে পড়েছে ১৮,২৭০টি ভোট।