নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ নভেম্বর:
জীবন বাঁচাতে সরকারের কাছে কৃষকদের আর্তনাদ। বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকরা।
জীবন বাঁচাতে কৃষকের আর্তনা।ঘটনাটি উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ৮ নং ওয়ার্ড ফকিরামুড়া এলাকায় রবিবার দুপুরে। এই এলাকায় রয়েছে এলাকার কৃষকদের বিশাল পরিমাণ সব্জির জমি। বিধ্বংসী বন্যার পর শিলা বৃষ্টিতেও ধ্বংস হয়ে গেছে কৃষকদের বিভিন্ন ফসল। তারা লাউ, কাঁকরোল, সিম, ডাটা, ধনিয়া পাতা, মুলা, বেগুন কুমড়ো সহ বিভিন্ন ফসলের চাষ করেছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সবকিছু নষ্ট হয়ে গেছে।
এখন আলু চাষ করবেন। হাতে কোন রকম টাকা পয়সা নেই। আলু চাষ করতে রাজ্য কৃষি দপ্তরের কাছে সাহায্যের আবেদন জানান এই মাঠের কৃষক ফারুক মিয়া, বাহাদুর মিয়া, ফজলু মিয়া, জুহারা বেগম, আবু সায়েম। অবিলম্বে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দিক, এমনই দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।