ধানবাদ, ১৭ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডকে সবসময়ই মূল স্রোতে রেখেছেন প্রধানমন্ত্রী মোদী। দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।
রবিবার ঝাড়খণ্ডের ধানবাদে এক নির্বাচনী প্রচারে নাড্ডা বলেছেন, “ইউপিএ সরকার ঝাড়খণ্ডের উন্নয়নের জন্য মাত্র ৮০ হাজার কোটি টাকা দিয়েছে। মোদী সরকার ঝাড়খণ্ডকে উন্নয়নের জন্য ৩,০০,০০০ কোটি টাকা দিয়েছে। আয়ুষ্মান ভারত, মুদ্রা যোজনা ইত্যাদির মতো প্রকল্পগুলি ঝাড়খণ্ড থেকে শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী সবসময় ঝাড়খণ্ডকে মূল স্রোতে রেখেছেন।
নাড্ডা আরও বলেছেন, “কেন্দ্রে বিজেপি সরকার গঠিত হওয়ার পর মন্ডল কমিশন কার্যকর করা হয়েছিল। আমি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই, রাজীব গান্ধী ফাউন্ডেশনে কতজন ওবিসি আছে… কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে কতজন ওবিসি আছে? আমি বলতে পারি, প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রিসভায় ২৭ জন মন্ত্রী ওবিসিভুক্ত। আমাদের সরকার পিছিয়ে পড়া শ্রেণীকে মূলধারায় আনতে কাজ করেছে।