প্যারিস, ১৫ নভেম্বর (হি.স.) : নেশন্স লিগের গ্রুপ পর্বে ইসরায়েলের বিরুদ্ধে অনেক গোলের সুযোগ পেয়েও গোল পেল না ২০২১ সালের চ্যাম্পিয়ন ফরাসিরা।
প্যারিসে বৃহস্পতিবার রাতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই ম্যাচ ড্র করেও নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে যাওয়ার টিকিট পেয়ে গেল প্রাক্তন চ্যাম্পিয়নরা। যেখানে প্রথম দেখায় ৪-১ গোলে জিতেছিল ফ্রান্স।
এদিনের ম্যাচে দুই তারকা কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে দলে ছিলেন না, তা সত্ত্বেও ঘরের মাঠে আক্রমণে ঘাটতি ছিল না ফ্রান্সের। ২৪ শটের আটটি লক্ষ্যে রেখেও একটিও জালে পাঠাতে পারেনি ফ্রান্স।
পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। দিনের অন্য ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে ইতালি রয়েছে শীর্ষস্থানে । শেষ রাউন্ডে ইতালি ও ফ্রান্সের লড়াইয়ে ঠিক হবে গ্রুপ সেরা।